Latest Posts

লীলাবতী

তুমি বসন্তের হাওয়া ছড়িয়ে দাও,
মনের উঠোন কোণে
তুমি একচিলতে টুকরো পান্না।
মস্তিষ্কের স্নায়ুকোষ দিয়ে
লীলাবতী তুমিই বহমান,
মনের আলপনায় এঁকে চলি
লীলাবতীর মাধুর্য।
স্বর্গীয় অনুভূতিগুলো
খুঁজে পাই কল্পনার রাজ্যে ঘুরেফিরে।

সবাই জেনে যাওয়ার পর স্লটকে কোচ বানানোর ঘোষণা লিভারপুলের

গত মৌসুমে ডাচ ক্লাবটিকে শীর্ষ লিগ জিতিয়েছেন স্লট। এবার তাঁর অধীনে লিগে দ্বিতীয় হওয়ার পাশাপাশি ডাচ কাপ জিতেছে ফেইনুর্ড। ২০২১ সালে ক্লাবটির কোচের দায়িত্ব নেওয়ার দুই বছর পর প্রিমিয়ার লিগে কোনো ক্লাবের কোচ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন স্লট।

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা, কাঁদলেন চেয়ারম্যান প্রার্থী

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশের পর কেঁদে ফেললেন নোয়াখালীর চাটখিল উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী জেড এম আজাদ খান।

সারা দেশে প্রশিক্ষণ পাবেন সাড়ে ২৩ লাখ মানুষ

ঢাকার ধামরাই উপজেলার গৃহিণী যুগ রানী। ঘরে বাঁশ দিয়ে নানা ধরনের ঝুড়ি বানান তিনি। সম্প্রতি তিনি প্রশিক্ষণ নিয়েছেন কীভাবে ফেসবুকসহ অন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবসা করা যায়।

যুবলীগ নেতার নির্বাচনী সভায় বিএনপির তিন নেতা, পরে বহিষ্কার

আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে তিনজনকে বহিষ্কার করা হয়েছে।

আসামির পরিচয় নিশ্চিত করতে এনআইডি ও জন্ম সনদ যাচাই করতে হবে

কোনো মামলায় আত্মসমর্পণের ক্ষেত্রে পরিচয় শনাক্তকরণের জন্য জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্মসনদ বা পাসপোর্টের অনুলিপির মাধ্যমে আসামির পরিচয় বিচারককে নিশ্চিত করতে হবে বলে এক রায়ে উল্লেখ করেছেন হাইকোর্ট।

মাকে মনে পড়ে রশিদ খানের

মায়ের কবরের পাশে রশিদ খান। উদ্‌যাপনের আনন্দে হামজা চৌধুরী। ইয়ুর্গেন ক্লপকে ধন্যবাদ দিলেন ফন ডাইক। ভোট দিলেন শচীন টেন্ডুলকার আর স্ত্রী সন্তানদের নিয়ে লাওতারো মার্তিনেজের শিরোপা উদ্‌যাপন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি—

এপোস্টল সনদ স্বাক্ষরের অনুমোদন, বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা

এটি কার্যকর হলে শিক্ষার্থী, অভিবাসীসহ বিদেশগামীদের যে নানা কাগজপত্র এ দেশে এবং বিদেশের দূতাবাসসহ নানা দপ্তরে সত্যায়নের প্রয়োজন হয়, সেটি শুধু এ দেশে সত্যায়ন করলেই হবে।

নতুনদের সদস্য করেই চট্টগ্রাম শিল্পকলা একাডেমির নির্বাচনের দাবি সংস্কৃতিকর্মীদের

নতুন সংস্কৃতিকর্মীদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার পাশাপাশি একটা সাধারণ সভা আহ্বানের দাবি জানান প্রতিবাদকারীরা। পাশাপাশি সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণারও দাবি জানান তাঁরা।